গতকাল মুক্তি পেয়েছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশীর সিনেমা ‘রাত জাগা ফুল’। তার কদিন আগেই বড়পর্দায় এসেছে তার অভিষেক সিনেমা ‘মিশন এক্সট্রিম’। সমসাময়িক বিষয়ে কথা বলেছেন তিনি
‘রাত জাগা ফুল’…
আমার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘রাত জাগা ফুল’। গতকাল ছবিটি সিনেমা হলে বসে দর্শকের সঙ্গে দেখেছি। ছবি মুক্তির আগেই এর পোস্টার, ট্রেলার ও গানগুলো নিয়ে দর্শকের অনেক ইতিবাচক মন্তব্য পেয়েছি। আমি কাজ করতে গিয়েও বুঝেছি, সুনির্মিত ও হৃদয়ছোঁয়া গল্পের একটি ছবি হচ্ছে। এটি মিশন এক্সট্রিমের ঠিক বিপরীত ঘরানার সিনেমা। এখানে দেশপ্রেম থেকে শুরু করে রোমান্স, ইমোশন সবই আছে। আমি কেন্দ্রীয় একটি চরিত্রেই অভিনয় করেছি। প্রথমবার বড়পর্দায় দেখার পর সেই মুগ্ধতা আরও বেড়েছে। দর্শক ছবিটির আবেগের সঙ্গে একাত্ম হতে পেরেছে বলেই আমাকে জানিয়েছে। আমি চাই ছবিটি দর্শক পরিবারের সবাইকে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়েই দেখুন।
‘মিশন এক্সট্রিম’…
আমি যতটুকু সাড়া পেয়েছি তা প্রত্যাশার চেয়েও বেশি। কারণ প্রথমেই এত বৃহৎ আয়োজনের সিনেমায় অভিনয়ের সুযোগ পাব তা ভাবতেই পারিনি। তা ছাড়া আমার সহশিল্পী হিসেবে পেয়েছিলাম আরেফিন শুভ ভাইয়াকে। এটিও আমার জন্য ইতিবাচক একটি বিষয় ছিল। তাই আমি বলব, আমার রাজকীয় অভিষেক হয়েছে। এজন্য সিনেমাটির পরিচালক থেকে শুরু করে সবার প্রতিই কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পারিবারিক স্বীকৃতি…
পরিবারের সবাই সিনেমা মুক্তির আগে সংশয়ে ছিলেন যে আমি কতটুকু অভিনয় করতে পেরেছি। কিন্তু যখন প্রেক্ষাগৃহে গিয়ে ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি দেখেছেন, তারপর থেকেই বেশ আনন্দিত তারা। আমাকে আরও ভালো করার পরামর্শ দিয়ে যাচ্ছেন। বলা যায় অভিনয়ের জন্য পরিবার থেকেও স্বীকৃতি পেলাম, যা আমার অভিনয় জীবনকে সমৃদ্ধ করবে।
হাতে থাকা ছবি…
এখনো তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হলো সানী সানোয়ারের পরিচালনায় ‘মিশন এক্সট্রিম ২’, রায়হান রাফির ‘নূর’ এবং আবু হিরনের ‘আদম’। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে এগুলো এ বছরের শুরুর দিকেই পর্যায়ক্রমে মুক্তি পাবে।
পড়ালেখা…
উচ্চশিক্ষা গ্রহণের জন্য ঢাকায় এসেই আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশে নাম লেখাই। কিন্তু শোবিজে কাজ করতে গিয়ে পড়ালেখার ক্ষতি হোক, সেটা কখনোই চাই না। তাই সেভাবেই শিডিউল সাজিয়ে কাজ করি। তা ছাড়া দীর্ঘ সময় লকডাউন থাকার কারণে শ্যুটিং ছিল না। সে সময় পড়ালেখায় মন দিয়েছিলাম। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি এবং বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার যে পরিকল্পনা ছিল সেটি অবশ্যই বাস্তবায়ন করব।
ব্যস্ততা…
গত ডিসেম্বর জুড়েই ব্যস্ত ছিলাম আমার মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমার প্রচারণা নিয়ে। এরপর কিছুটা বিশ্রাম নিতে চাই। কারণ সামনে আবারও শ্যুটিংয়ের ব্যস্ততা আছে। সেই সঙ্গে পড়ালেখা নিয়েও ব্যস্ততা রয়েছে। তাই নিজের জন্য সময় বের করার চেষ্টা করছি।
Leave a comment